পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার খামারনড়াইল গ্রামে গত ৪ জুলাই শনিবার দুপুরে যৌতুকের দাবীতে স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে মাহমুদা আক্তার নামে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিন ধানঘড়ার খিজির উদ্দিনের মেয়ে মাহমুদা আক্তার শাহানার (৩৫) এর সাথে পলাশবাড়ি উপজেলার খামার নড়াইল গ্রামের আব্দুল শাফির পুত্র মমিনুল ইসলাম লিটনের পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর থেকেই লিটনের সাথে নির্যাতিতা শাহানার পারিবারিক কলহ দেখা দেয়। লিটন প্রায়ই শাহানার নিকট দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠক হলেও লিটন শাহানার নিকট যৌতুকের দাবী করতে থাকে। শাহানা যৌতুক দিতে অস্বীকার করায় ৪ জুলাই লিটন, লিটনের বোন, মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা শাহানাকে শারীর ভাবে নির্যতন চালায়। পরে খবর পেয়ে শাহানার ভাই কল্লোল, রবিউল, মা হাজেরা লিটনের বাড়িতে গিয়ে শাহানাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। নির্যাতিতা স্বজনরা জানা যায়, এ বিষয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।