
আজ সকাল ৬টায় গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা বালাসীঘাট সড়কের নতুন বেড়ী বাঁধের পূর্ব অংশ থেকে বালাসীঘাট পর্যন্ত সড়কটি হাটু থেকে কোমর পানিতে নিমজ্জিত হয়েছে। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একতলা ডুবে যায়।