
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পত্রিকা বিক্রেতা হেলাল উদ্দিনের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। গত ২৪ জুন বাইসাইকেল রেখে পত্রিকা বিতরণ করতে গিলে সাইকেলটি চুরি হয়ে যায়। তার এই সংবাদটি মুহুর্তের মধ্যে সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ তাকে একটি সাইকেল দেওয়ার ঘোষনা দেয়। আজ দুপুরে উপজেলা পরিষদের সামনে বাইসাইকেলটি হেলাল উদ্দিনের হাতে তুলে দেয় উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ইউএনও রামকৃষ্ণ বর্মণ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজির হোসেনন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।