
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর দামপাড়া গ্রামে সাইদুল ইসলাম (৪৫) নামে এক কৃষক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এঘটনা ঘটে। নিহত কৃষক পাঁচবিবি উপজেলার ওই গ্রামের মৃত একরাম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে সাইদুল ইসলাম বাড়ির পাশে মাঠে গরু নিতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে পড়লে গুরত্বর আহত হয়। এসময় পরিবারসহ আসে পাশের লোকজন ছুঁটে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।