শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

সারা দেশের ৬৪ জেলায় পিসিআর ল্যাব স্থাপনে রিট

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৯:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা টেস্টের জন্য প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ রিট দায়ের করেন।

এর আগে গত ৬ মে করোনা রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে। এ মূহূর্তে সংক্রমণে অধিক সংখ্যক মানুষ আক্রান্ত কিনা তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না।

তাই সংক্রমিত করোনাভাইরাস নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি। এছাড়া বর্তমানে সারাদেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রত্যেক জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে এবং রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

তাই করোনার টেস্ট বাড়াতে নোটিশ পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের অনুরোধ জানানো হয়। নোটিশের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর