সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে আট টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
গত ২৫ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন কাজী লুতফুল হাসান। যোগদানের পর থেকে করোনাভাইরাস মোকাবিলায় তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। এমনকি ঈদ-উল-ফিতরের ছুটির দিনেও জলাবদ্ধতার কারণে কয়েকশ একর জমির ধান নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে ইউএনও কাজী লুতফুল হাসান ছুটে গেছেন কৃষকের জমিতে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান সরকার বলেন, গত শনিবার জ্বর অনুভুত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান আমাকে জানালে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিই। তারপর থেকে তিনি আর কার্যালয়ে যাননি। পরে সোমবার তার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেই নমুনা পরীক্ষার ফলাফল বুধবার রাত সাতটার দিকে পাই। তবে এখন আর ইউএনও কাজী লুতফুল হাসানের জ্বর নেই। নেই করোনার অন্য কোন উপসর্গও। তিনি এখন সুস্থ্য আছেন বলেও জানান ডা. মো. আশরাফুজ্জামান সরকার। তবে তার ফলোআপ রিপোর্ট পাওয়া পর পুর্ণাঙ্গ সুস্থ্যতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।