পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কোভিট ১৯ এর প্রাদুর্ভাব দেখা দেখা দেওয়ায় এলাকার রেড জোন হিসেবে চিহ্নিত পৌর শহরের প্রফেসর পাড়ার আংশিক এলাকা লকডাউন ঘোষনা করেছেন পলাশবাড়ী উপজেলা প্রশাসন।
বুধবার বেলা ১২ টার দিকে রেড জোন হিসেবে চিহ্নিত এসব এলাকা লকডাউন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান নয়ন,পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ,প্রেসক্লাব যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।