শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

স্ত্রীকে নিতে না দেয়ায় ইংল্যান্ড সফরে যাচ্ছেন না হারিস!

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ন

খোঁজ খবর ডেস্ক: সাধারণত সফরে ক্রিকেটারদের সঙ্গী হয়ে থাকেন স্ত্রীসহ পরিবারের সদস্যরা। কিন্তু ইংল্যান্ড সফরে পরিবারের কাউকেই সঙ্গী করতে পারবে না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর স্ত্রীকে নিয়ে যাওয়ার বিধিনিষেধের কারণেই নাকি ইংল্যান্ড সফরে যাচ্ছেন না ব্যাটসম্যান হারিস সোহেল!

করোনা পরিস্থিতিতে সিরিজ হওয়ার কথা ছিল না এমনিতেই। তার পরেও আধা মিলিয়ন পাউন্ড খরচ করে পাকিস্তানকে বিশেষ ভাড়া করা বিমানে উড়িয়ে আনছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুধুমাত্র এই সিরিজটি আয়োজনের জন্যই। না হলে যে ক্ষতির মুখোমুখি পড়তে হবে ইসিবিকে। তার ওপর সেখানে সফরকারী দলের ওপরও থাকছে নানা বিধিনিষেধ। থাকতে হবে ‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশে। সব দিক বিবেচনায় নিয়েই সংক্রমণ রোধে খেলোয়াড় ও স্টাফদের পরিবারের সদস্যদের সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘বোর্ড খেলোয়াড়দের স্পষ্ট করেই বলে দিয়েছে, তাদের পরিবার সঙ্গে যেতে পারবে না। আর সেখানে গেলে আলাদাভাবেই যখন থাকতে হবে, তাই সঙ্গে গিয়েও কোনো লাভ নেই। সেপ্টেম্বর পর্যন্ত সফর শেষ হওয়ার আগে কোনো খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।’

এমন বিধিনিষেধের জন্যই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটসম্যান হারিস সোহেল। কারণ বিদেশ সফরে তিনি একাকী থাকতে পারেন না। ২০১৫ বিশ্বকাপেই একটি কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডে হোটেলে একা থাকার সময় ‘ভূত’ দেখতে পেয়েছেন বলে দাবি করে বসেন। এরপর থেকেই বোর্ড সব সফরেই তার স্ত্রীকে সঙ্গী হিসেবে রাখার অনুমতি দেয়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর