
স্টাফ রিপোর্টারঃ ডিএমপি অপরাধ বিভাগের নতুন দায়িত্ব গ্রহণ করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ছেন তেজগাঁও অপরাধ বিভাগের নতুন ডিসি হারুন-অর-রশিদ।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি হারুন এর নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে সাব-ইন্সপেক্টর পরিচয়ের আড়ালে এক মাদক ব্যবসায়ীকে।
বান্দরবান জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর আতিকুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকা থেকে গ্রেপ্তারের সময় তার দখলে পাওয়া যায় ১০ হাজার ৬শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ লাখেরও বেশি টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাব ইন্সপেক্টর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ব্যবসায়ী এবং মাদকের ফেরিওয়ালাদের নাম-পরিচয় জানিয়েছ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল আলীম।
তেজগা অপরাধ বিভাগের ডিসি হারুনুর রশিদ জানিয়েছেন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাকারী কোনো পুলিশ সদস্যকেই ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও ৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। তেজগাঁও বিভাগের ছয় থানায় মাদকের অপব্যবহার নির্মূলে জনগণের সহায়তা চান ডিসি হারুন অর রশিদ।