খোঁজ খবর রিপোর্ট: করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সারা দেশব্যাপী আশা’র ১২ কোটি টাকার খাদ্য সহায়তা বিতরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আশা গাইবান্ধা সদর উপজেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মোট ১ হাজার ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ করার জন্য ত্রাণের ব্যাগ হস্তান্তর করা হয়। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিন এর নিকট এই ত্রাণের ব্যাগ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশা রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় ম্যানেজার মোঃ মিজানুর রহমান, গাইবান্ধা জেলার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র আরএম প্রভাত চন্দ্র পাল, আরএম মোঃ শফিকুল রহমান, মোঃ আতিকুর রহমান, মোঃ ওসমান গণি জিহাদী, খাজিদা আক্তার এবং এসই মোঃ জাহিদুল ইসলাম, বিএম চাঁদ মিয়া, রফিকুল ইসলাম, মাহবুব হোসেন ও এবিএম জহুরুল ইসলাম। ত্রাণ সহায়তায় ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি মুসুল ডাল ও ১ কেজি লবন।