খোঁজ খবর রিপোর্টঃ দৈনিক ইত্তেফাকের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা মোঃ রশিদুল আলম চাঁদ (৫৫) আজ শনিবার ( ৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
রশিদুল আলম চাঁদ গত শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এছাড়া তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রবিবার (১০ মে) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সদর ও তার নিজবাড়ী উপজেলা ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের গাইবান্ধা-০১ (সুন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারি, দৈনিক ইত্তেফাক পরিবার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী মোঃ লুৎফুল হাসান, দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।