![](https://dailykhojkhabor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তের মধ্যে উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোস্তফা (২৩) ও রামকৃষ্ণপুর গ্রামের উজ্জল হোসেন(৩০)এই দুইজন গাজীপুর ফেরত এবং বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকার শাহারা বানু (৩৫) ঢাকা ফেরত।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) নমুনা পরীক্ষার পর বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, আমি খবর পেয়েছি এবং এ ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য করোনা শনাক্তদের বাড়িতে যাচ্ছি এবং পরিস্থিতি বিবেচনা করে আক্রান্তদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, এই উপজেলায় এই প্রথম তিনজন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ তাদরে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।