রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয় শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২০, ৬:৩১ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রান্ত এই দূর্যোগে বাজারে ধান-চালের মূল্য নিয়ন্ত্রনে রাখতে শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে গাইবান্ধায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেজাউল করিম রেজা, দীপক কুমার পাল প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ গিনি এসময় বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত উইে দুর্যোগে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সেইসাথে কৃষকরা যাতে ধান-চালের ন্যায্যা মূল্য নিশ্চিত করতে সরকার খুব দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে। তিনি বলেন, ধান ও চাল ক্রয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গাইবান্ধায় এবছর কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১৪২ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর