
খোঁজ খবর রিপোর্ট: ৭১ এর স্বাধীনতা সংগ্রামের গাইবান্ধার অন্যতম সংগঠক, সাবেক এমএনএ ও এমপি বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান রেজা (৮১) শনিবার ভোর ৪টায় ঢাকাস্থ মোহাম্মাদি হাউজিং কমপ্লেক্সের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গাইবান্ধায় সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ওয়ালিউর রহমান রেজা ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্যদিয়ে ছাত্র জীবনে রাজনীতি শুরু করেন। পরে তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগে যোগদান করেন এবং বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন। পরে ১৯৭০ সালে গাইবান্ধা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে গাইবান্ধা অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারিদের মধ্যে অন্যতম সংসদ সদস্য ছিলেন ওয়ালিউর রহমান রেজা। পরবর্তীতে ১৯৭৩ সালে সাঘাটা-ফুলছড়ি আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ওয়ালিউর রহমান রেজা রাজনীতির পাশাপাশি তৎকালীন গাইবান্ধা মহুকুমার দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় এবং গাইবান্ধা প্রেসক্লাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শনিবার বিকাল ৫টায় গাইবান্ধা শহরের গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আ্যাড. মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।