
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়ায় বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে জেলা মেস মালিক সমিতির সাথে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকারের আমন্ত্রনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেস মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি প্রমুখ। এসময় অন্যান্য মেস মালিক ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেস মালিকদের সাথে মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার জানান, বর্তমানে যে শিক্ষার্থীরা মেসে রয়েছে তাদের প্রত্যেককে এপ্রিল মাসের ভাড়া পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যে শিক্ষার্থীরা এখন মেস ছাড়বে না তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের মহামারি শেষ হলে মেস ভাড়া শতকরা ৩০ ভাগ মওকুফ করতে মেস মালিকরা সম্মত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে মেসে অবস্থানকারি শিক্ষার্থীদের পক্ষ থেকে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহযোগিতায় জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন জানানো হয়েছিল। এছাড়া ওই আবেদনের অনুলিপি জেলা পুলিশ সুপার ও গাইবান্ধা পৌরসভার মেয়র বরাবরে দাখিল করা হয়। শিক্ষার্থীরা গাইবান্ধা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও মেসে অবস্থানকারি ছাত্ররা এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।