মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে রমজান মাসজুড়ে অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। এরই অংশ হিসেবে রোববার রাতে শহরের কুলপদ্বী, চৌরাস্তা, পানিছত্রসহ বেশকিছু এলাকার দুই শতাধিক পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
মাদারীপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের নামের তালিকা করে রমজান মাসের প্রথম থেকেই এই কার্যক্রম শুরু হয়। এতে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরাও অংশ নেয়। করোনা ভাইরাসে কাজে যেতে না পেরে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ। সেহরীতে এক প্যাকেট ভাত, মুরগির মাংস, ডিম ও সবজি রান্না করে দেয়া হয়।
মাদারীপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার জানান, করোনা ভাইরাসের দুর্দিনে অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে ছাত্রলীগ। রমজান মাসের শুরু থেকে ইফতার ও সেহরী দেয়া হচ্ছে। পাশাপাশি চলমান রয়েছে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন উপকরনের ত্রাণ সহায়তা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদারীপুরে রমজান মাসজুড়ে ঘরে ঘরে ইফতার ও সেহরী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ
- Reporter Name
- Update Time : ০১:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- ১৭৬ Time View
Tag :
Popular Post