
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার হালতি বিলে বোরো ধান কাটামাড়াই কৃষি শ্রমিকদের মাঝে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা দিতে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া গ্রামে এসব শ্রমিকদের করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা, ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সহায়তার মধ্যে মোট ১০০ জন শ্রমিক পেল মাস্ক ও হ্যান্ড স্যানিটেশন,৫০ জন পেল ইফতার সামগ্রী ও ৫৫ জন পেল খাদ্য সামগ্রী। এসময় নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম(পিপি), পিপরুল ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।