খোঁজ খবর রিপোর্টঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও সদর উপজেলার দুঃস্থ অসহায় ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। শনিবার সকাল ১০টায় গাইবান্ধা ‘ল’ কলেজ কিন্ডার গার্টেন স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ত্রাণ(চাল, ডাল, তেল আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী)বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
রংপুর বিভাগ সমিতির ভাইস প্রেসিডেন্ট সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ত্রান বিতরণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার। ত্রাণ বিতরণ সার্বিক সমন্বয় করছেন রংপুর বিভাগ সমিতি ঢাকার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এনামূল কবীর রূপম।