
খোঁজ খবর রিপোর্টঃ গাইবান্ধা জেলার দুঃস্থ অসহায় ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবে রংপুর বিভাগ সমিতি ঢাকা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম সূচনা করবেন প্রধান অতিথি গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন। বিশেষ অতিথি থাকবেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
সভাপতিত্ব করবেন রংপুর বিভাগ সমিতির ভাইস প্রেসিডেন্ট সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন আহমেদ।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মসূচির উদ্বোধন করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। সভাপতিত্ব করবেন ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক জহুরুল হক। সাদুল্লাপুর উপজেলায় ত্রাণ বিতরন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবী নেওয়াজ।
ত্রাণ বিতরণ সার্বিক সমন্বয় করছেন রংপুর বিভাগ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এনামূল কবীর রূপম।
ত্রাণ বিতরণ উপলক্ষে এক বার্তায় রংপুর বিভাগ সমিতির সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম করনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গাইবান্ধা জেলার মানুষদের কল্যাণে কাজ করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন গাইবান্ধা জেলার মানুষের কল্যাণে সামনের দিনে গুলোতেও ভূমিকা রাখবে রংপুর বিভাগ সমিতি।