
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ অর্থায়নে সামাজিক দুরত্ব বজায় এলাকাজুড়ে জীবানু নাশক স্প্রে করেছে আশুলিয়া দরাজদিল গংগঠন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার উক্ত সংগঠনের নিজ কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিন উদ্দিন (আব্দুল মান্নানের) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কবির হোসেন সরকার।
এ সময় ধনাইদ, গোড়াট, তাজপুর, বাগবাড়ি, দিয়া খালি, গোমাইল এলাকার বিভিন্ন অলি গলি মেইন রাস্তা, বিভিন্ন দোকান পাট, বাসা বাড়িথেকে শুরু করে জন বহুল জায়গায় এ স্প্রে ছিটিয়ে এলাকা জীবানু মুক্ত করা হয়। এবং দু্র্যোগ যতদিন থাকবে তা চলমান থাকবে বলে জানান সংগঠনের সকলে।
অন্যান্যদের মধ্যো আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ- সবাপতি মোঃ আব্দুল হালিম, এস এম জলিল সরকার, মহাসচিব, এ আর হাবিবুর রহমান সহ আরও অনেকেই।