নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ অর্থায়নে সামাজিক দুরত্ব বজায় রেখে রাতের আধারে খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরণ করছেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের দেওয়ান লিয়াকত আলী । প্রায় ৮০০শত অসহায় পরিবারের ত্রাণ দিয়ে পাশে দাড়িয়েছেন তিনি। শুধু দুস্থ ও অসহায় পরিবার নয় তার সহযোগীতার পরশ পেয়েছে প্রতিবন্ধীরাও।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে আশুলিয়ার তার নিজ বাসায় প্যাকেট করে বাসভবনে নিরাপদ দুরুত্ব বজায় রেখে কিছু প্রতিবন্ধী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয় এবং ভ্যানে করে সবার বাসায় নিয়ে পোছেঁ দিচ্ছেন।
দেওয়ান লিয়াকত আলী বলেন, আমরা প্রাধানমন্ত্রীর দিকনির্দেশনা মতো ও স্বাস্থ্য নীতি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩ দিন যাবৎ ত্রাণ বিতরণ করছি। আমরা তিন ফিট দুরত্বে অনুযায়ী ত্রাণ গ্রহীতাদের সুশৃঙ্খলভাবে দাড়িয়ে ত্রাণ বিতরণ করেছি। প্রায় ৮০০ শত পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়েছে এবং আমার ইয়ারপুর ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ পোছেঁ দিব। ত্রাণ পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটেছে তা দেখেই তৃপ্ততায় বুক ভরে গেছে আমার।আমি বলব সারা বাংলাদেশে যারা বৃত্তবান আছে তারা যদি এগিয়ে আসে তাহলে সবাই ঘরে থেকে সরকারী নির্দেশনা মানবে পেটের দায়ে ঘর থেকে বের হবেনা।
এসময় উপস্থিত ছিলেন,সওকত, মুনসুর, হাজী সাইম, নূর ইসলাম, রহমান মেম্বার, আব্দুল মান্নান, শাহিন, সাদেক, আজহার সহ আরো অনেকে।