
বগুড়া জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বগুড়ায় জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত সদরের মাটিডালি বিমান মোড় দ্বিতীয় বাইপাস ও মানিকচক বাজারে ভিড় এড়িয়ে পর্যায়ক্রমে রিক্সা, ভ্যান চালক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারন জনগনের মাঝে প্রায় ২শত মাস্ক ও জীবাণু নাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় মানবিক ছাত্র নেতার নেতৃত্বে।
এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধের দেশের এই ক্রান্তিকালে সকলকে পরিছন্নতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভরসা রেখে সরকারি সকল নির্দেশনা মেনে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে জরুরী প্রয়োজন ব্যতীত নিজ নিজ ঘরেই অবস্থান করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে সাধারণ মানুষের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রলীগের কর্মী হিসেবে তিনি সর্বদা তাদের পাশে আছে মর্মে সকলকে আশ্বস্ত করেন। নিজ এলাকা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে কাজ করে আসছে এই ছাত্রনেতা।
উক্ত মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী সাজন, আরিফ, সাগর, মেহেদী, লিখন, পাপ্পু, তাহের, সোহাগ, সবুজ, রকি, সুজন, বাধন, ফজলে রাব্বি, অন্তর ও আলামিন সহ আরো অন্যান্যরা।