হিলি প্রতিনিধি: পেঁয়াজ আমদানি বন্ধের গুজবে এক দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের খুচরা বাজরে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা। ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। গতকালকে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি বন্ধের অযুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে আমদানিকারকরা। আমরা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি। পেঁয়াজ কিনতে আসা আতিকুর রহমান ও মামুন জানান, হিলি স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এসমন সংবাদের ভিতিত্বে আজ পেঁয়াজ কিনতে আসলাম বাজারে। আজকে কেজি প্রতি ৭ টাকা বেশি চাচ্ছে। গত কালকেই পেঁয়াজ কিনেছি ২৬ টাকা দরে, আজ সেই পেঁয়াজ কিনলাম ৩২ টাকা দরে। যেহেতু সামনে রমযান মাস তাই একটু বেশি করেই পেঁয়াজ কিনলাম।
এদিকে স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে যে পরিমান পেঁয়াজ আমদানির আইপি পাওয়া গেছে তা দিয়ে চলতি সপ্তাহ পর্যন্ত পেঁয়াজ আমদানি সম্ভব হবে। তারপর পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে।