সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭ টাকা

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৭:০১ পূর্বাহ্ন

হিলি প্রতিনিধি: পেঁয়াজ আমদানি বন্ধের গুজবে এক দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের খুচরা বাজরে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা। ভারত থেকে আমদানি করা এসব পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। গতকালকে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি বন্ধের অযুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে আমদানিকারকরা। আমরা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি। পেঁয়াজ কিনতে আসা আতিকুর রহমান ও মামুন জানান, হিলি স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এসমন সংবাদের ভিতিত্বে আজ পেঁয়াজ কিনতে আসলাম বাজারে। আজকে কেজি প্রতি ৭ টাকা বেশি চাচ্ছে। গত কালকেই পেঁয়াজ কিনেছি ২৬ টাকা দরে, আজ সেই পেঁয়াজ কিনলাম ৩২ টাকা দরে। যেহেতু সামনে রমযান মাস তাই একটু বেশি করেই পেঁয়াজ কিনলাম।

এদিকে স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে যে পরিমান পেঁয়াজ আমদানির আইপি পাওয়া গেছে তা দিয়ে চলতি সপ্তাহ পর্যন্ত পেঁয়াজ আমদানি সম্ভব হবে। তারপর পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর