
স্টাফ রিপোর্টার, নওগাঁঃ করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে নওগাঁয় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী, জেলা ধান চাল আড়ত সমিতির সাধারন সম্পাদক নিরদ বরন চন্দনসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির নেতৃবৃন্দ, বাজার পরিদর্শন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে কোন পণ্য অতিরিক্ত কেনার প্রয়োজন নেই। যে কোন অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে। এজন্য ভোক্তাকে সচেতন হতে হবে। দেশে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, ছোলা, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত মজুত রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে আহবান জানানো হয়।
সভায় ব্যবসায়ীরা বাজার দর স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দেন। তবে গত কয়েকদিনে করোনা ভাইরাসের কারনে আতঙ্কিত হয়ে যারা ৫ কেজি চাল ক্রয় করতো তারা এখন ১০ কেজি চাল ক্রয় করছে ফলে চালের দাম একটু বেড়ে গেছে। এছাড়া বছরের শেষে ধান ও চালের দাম বৃদ্ধি পায়। তবে এটা বেশি দিন থাকবে না। কিছুদিনের মধ্যে বাজারে নতুন ধান আসলে বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে জানান তারা। তবে গুজব ছড়িয়ে যাতে অসাধুচক্র ফায়দা লুটতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয় সভায়। একইসাথে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ের রাখতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।