স্টাফ রিপোর্টার, নওগাঁঃ কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে ৬শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। হাসপাতালের অদূরে বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা আইসোলেশন ইউনিটে আলাদা ৪জন পুরুষ ও ২জন মহিলার জন্য এই ইউনিট স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সসহ আলাদা এই ইউনিট দিয়ে উপজেলায় মোট ৮শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হলো।
এছাড়াও উপজেলায় নতুন করে আরো ৫জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে উপজেলায় মোট ৭জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টানে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতরা হলেন উপজেলার জয়সার গ্রামের মালয়েশিয়া ফেরত ১ জন, ওমান থেকে আসা করজগ্রামের ১ জন, সৌদি আরব থেকে আসা চরকানাই গ্রামের ২ জন, মালয়েশিয়া থেকে আসা ধনপাড়া গ্রামের ১ জন, সৌদি আরব থেকে আসা পারইল বাজার ১ জন এবং ইরাক থেকে আসা মরুপাড়া গ্রামের ১ জন। তারা সবাই সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতোবেক ও উপজেলা প্রশাসনের সহায়তায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে ৮শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। এই ইউনিটের জন্য একটি চিকিৎসক দলও প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস বাংলাদেশে কোন আতঙ্ক নয় হতে হবে সচেতন, কি কি বিষয় অনুসরন করলে ও মানলে করোনা থেকে মুক্ত থাকা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে হাসপাতালে আসা সাধারন মানুষদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়াও যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের কারও শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায় নাই। তবুও প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। নির্দিষ্ট সময় পার হলেই তাদেরকে বাহিরে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।