
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে আশুলিয়া থানা শ্রমিক লীগ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে আশুলিয়ার ছয় তলা এলাকার আশুলিয়া শ্রমিক লীগের নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মক্ষণের সাথে মিল রেখে এই জন্মশতবার্ষিকী উৎযাপন করেন।
এ উপলক্ষ্যে থানা শ্রমিক লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি আতিকুজ্জামান পাটোয়ারী ও সাধারন সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া সানির নেতৃত্বে আশুলিয়া থানা শ্রমিক লীগের নেতা কর্মীদের নিয়ে কেক কাটেন।
এসময় সভাপতি ও সাধারন সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে আশুলিয়া থানা শ্রমিক লীগের উদীমান ও তরুন নেতা মো: আল-মামুন শিকদার কুদ্দুস। তিনি বলেন, আমরা করোনা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি স্বল্প পরিসরে পালন করেছি। বাঙালি জাতির কর্ণধার বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যার জন্ম না হলে বাংলাদেশের পতাকার জন্ম হতো না। আমরা জাতির পিতার নিকট চিরঋণী। রক্তের বিনিময়ে হলেও এই পতাকার মান ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আল-মামুন শিকদার, সেলিম মন্ডল, মেহেদী হাসান সুমন, মো: ইদ্রিস, মো: খলিল, জিয়া মীর, জিয়া মন্ডল, মামুন রানা, ফজলে রাব্বি, মো: ইমু ও জুয়েল রানা উপস্থিত ছিলেন।