খোঁজ খবর রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মন্ডল, আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, মাহাবুব আলম কোট, পিয়ারুল ইসলাম, সাইফুল আলম সাকা, আমিনুর জামান রিংকু, মোশারফ হোসেন দুলাল, আবু আব্দুল্লাহ কনক, খায়রুল ইসলাম, খান মো. সাঈদ হোসেন জসিম, আসিফ সরকার, ফারজানা নাহিদ শিমুল প্রমুখ। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় পৌরপার্কে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এবং রাত ৮টায় দলীয় কার্যালয়ে আতশবাজি।