খোঁজ খবর রিপোর্টঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অভিযান চলিয়ে ৪৯৫ পিস ইয়াবাসহ মোঃ শামীম হোসেন(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে RAB-১৩ গাইবান্ধার সদস্যরা। শামীম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উর্চনা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
RAB সূূূূত্র জানায়, আজ মঙ্গলবার ভোর রাতে এএসপি মোঃ মুন্না বিশ্বাস এর নেতৃত্বে র্যাব-১৩, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা বাজারের তিন মাথা মোড়ের কামদিয়া টু পাঁচবিবি গামী পাকা রাস্তায় প্রাইম মেডিসিন এর সামনে শামীম হোসেন বিক্রির উদ্দেশ্য অবৈধ মাদকদ্রব্য ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লদ্ধ নগদ ৩০০ শত টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট এবং একটি সিমকার্ডসহ হাতেনাতে আটক করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শামীম হোসেনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।