বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচনু মারমা (৬০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। উপজেলার জামছড়িমুখে একটি চায়ের দোকানে শনিবার সন্ধ্যায় এ হামলা হয় বলে সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী জানান।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত আওয়ামী লীগ নেতা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গুলিবিদ্ধ বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবানের জামছড়িতে হঠাৎ করেই একদল সন্ত্রাসী গুলি শুরু করলে সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আওয়ামী লীগ নেতা বাচনু মারমা।
সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাতখই মারমা (৬৩) নামে একজনের মৃত্যু হয়েছে।
আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২), লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
জানা যায়, এ ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।