চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান এর সরকারি মোবাইল সংযোগ (০১৭৬২৬২১০১৪) ক্লোন করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি সংযোগ ক্লোন করে বিভিন্ন নম্বরে ইউএনও পরিচয়ে আর্থিক সুবিধা নেবার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। ইতি পূর্বে আরেক কর্মকর্তা থাকা কালিন একই নাম্বর ক্লোন করে নগদ অর্থ বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় একটি চক্র। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েও ইউএনও কোন ব্যবস্থাই নিতে পারে নি। পারেনি এখন পর্যন্ত দোষীদের আটক করতে। চাটমোহর উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি সংযোগ থেকে কোন সুযোগ সুবিধা নেবার চেষ্টা করলে তাকে আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমার সরকারি সংযোগ (০১৭৬২৬২১০১৪) ক্লোন করে আর্থিক সুবিধা নেবার চেষ্টা করলে বিষয়টি আমি নিশ্চিত হই। তিনি চাটমোহরের সর্বস্তরের মানুষকে ঘটনাটি থেকে সতর্ক থাকতে এবং ক্লোনকারীকে (হ্যাকার) সনাক্ত করতে পারলে তাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর থানায় সাধারণ ডায়েরীর করা হয়েছে।