
হিলি প্রতিনিধিঃ হিলিতে স্কুলের আয়াকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। আহত আয়া খোদেজা বেগম(৫০) হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাংগাপাড়া বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ বিষয়ে হাকিমপুর থানায় অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্কুলটির প্রধান শিক্ষিকা লায়লা আঞ্জুমান রিভা আক্তার।
আহত খোদেজা বেগম জানান, স্কুল চলাকালীন সময়ে একুশে ফ্রেবুয়ারীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে অফিস সহকারী রাশেদুল ইসলাম আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্কুলের শিক্ষকরা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত অফিস সহকারী রাশেদুল ইসলাম। আমাকে ফাঁসানোর নাটক করেছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে ক্যামেরা সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আয়াকে মারধরের বিষয়টি আমাকে অবগত করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা। আমি ঘটনাটি জানার পর পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।