
পলাশবাড়ী প্রতিনিধিঃ মহান ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ ইং ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের স্মরনে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করছেন ৩১, গাইবান্ধা-৩(পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এ্যাড.স্মৃতির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান খান ৷
এরপর একে একে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।