পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ সীমান্তে অনুপ্রবেশ, মানব পাচার, চোরাচালান প্রতিরোধ ও জনসচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবি কড়িয়া সীমান্তে জনসচেতনতা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় কড়িয়া ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল, নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল আলম বেনুসহ এলাকার সুধীজন ও ক্যাম্পের বিজিবির সদস্যরা।