
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় একটি হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলো পরিবার।
পুলিশ জনায়, গত ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শিশু সাগরকে(৯) গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি মোড়ে একটি যাত্রীবাহী বাস হতে নেমে দেয়। দায়িত্বরত ট্রাফিক পুলিশ শিশু সাগরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এরপর টানা দু’দিন সন্ধান পূর্বক সাগরের পরিবারকে খুঁজে বের করে পুলিশ। সাগরের বাবা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মধ্য খালেকপুর গ্রামের জালাল মিয়া। তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসার পর তার কাছে শিশু সাগরকে বাবার কাছে হস্তান্তর করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম মেহেদী হাসান। এসময় ওসি তদন্ত আফজাল হোসেনসহ শিশু সাগরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলে । শিশু সাগর(৯) ফুলবাড়ী রাজা রামপুর মাদ্রাসার ছাত্র।