
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা এলাকায় বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার, (১২ ফেব্রুয়ারি) দুপুরের এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, নিহত মকুল মিয়া রংপুরের পীরগাছা উপজেলার গোকুলপাড় গ্রামের রমজান আলীর ছেলে এবং আনোয়ার হোসেন রংপুর সদর উপজেলার কেল্লাবন্দ এলাকার জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুল ও আনোয়ার মোটরসাইকেলে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। তারা ভুল্লারহাট বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে মুকুল ঘটনাস্থলেই মারা যায়। এ দুর্ঘটনায় আহত আনোয়ারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারও মারা যায়।
কালীগঞ্জ থানার এসআই মিন্টু চন্দ্র জানান, বাসের চালকসহ বাসটি আটক করা হয়েছে।