লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে খেলনা উঠাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রমজান আলী(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর মদাতী গ্রামের মনিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।শিশুটি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার শামীম আলম জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রমজান। এ সময় হাতে থাকা খেলনাটি পুকুরের পানিতে পড়ে গেলে তা উদ্ধার করতে পুকুরে নামে সে। পানি থেকে খেলনাটি তুলতে গেলে পুকুরে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ওই পুকুরে তল্লাশি করে রমজানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।