শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবনসহ পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ৩:৫২ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্টঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত স্ত্রী সামিনা বেগমকে হত্যার দায়ে স্বামী আব্দুর রশিদের বিরুদ্ধে পেনাল কোর্ট ১৮৬০ এর ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড এবং পেনাল কোর্ট ১৮৬০ এর ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম ফারুক এই আদেশ দেন। আবদুর রশিদ পলাশবাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোঃ মমতাজ আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই পলাশবাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবদুর রশিদ তার নিজ বাড়িতে স্ত্রী সামিনা বেগম ওরফে সামিনাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে।

পরবর্তীতে হত্যাকান্ডকে আড়াল করার জন্য স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত সামিনা লাশ সুরতহাল রিপোর্ট তৈরির সময় নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে পুলিশ নিহত সামিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পলাশবাড়ী থানার এসআই জ্যোতিশ চন্দ্র বর্মণ বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় নিহতের স্বামী আবদুর রশিদকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে আবদুর রশিদ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে পুলিশ আদালতে স্ত্রী সামিনাকে হত্যার অভিযোগে আবদুর রশিদের বিরুদ্ধে পেনাল কোর্ট ১৮৬০ এর ৩০২ ও পেনাল কোর্ট ১৮৬০ এর ২০১ ধারায় চার্জশীট দাখিল করে।

মামলায় আদালত ঘটনার বর্ননা বিচার বিশ্লেষন, স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহন, রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্ততর্ক শেষে আসামী আব্দুর রশিদের বিরুদ্ধে পেনাল কোর্ট ১৮৬০ এর ৩০২ ধারা এবং পেনাল কোর্ট ১৮৬০ এর ২০১ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম ফারুক আসামীর উপস্থিতিতে আজ এই রায় দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এ্যাড. ওবায়দুর রহমান এবং আসামি পক্ষে এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু ও সিরাজুল ইসলাম বাবু।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর