
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা উদ্ধোধন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুর সেক্টর গ্রাউন্ডে উদ্ধোধন হলো রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা ২০২০।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি-এর তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে শহরের কুঠিবাড়ীস্থ সেক্টর সদর দপ্তরের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জুডো প্রতিযোগিতার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল জহিরুল হক খান। এসময় আরো উপস্থিত ছিলেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম, লেঃ কর্ণেল সাইফুল ইসলাম, মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম প্রমূখ।
উদ্ধোধনী দিনে ৪২ ব্যাটালিয়নের সিপাহী ওমর পাল ৫০ ব্যাটালিয়নের শ্রী চন্দন হীরা কে এবং ১৫ ব্যাটালিয়নের সিপাহী মোবারক হোসেন ১৪ ব্যাটালিয়নের সিপাহী তোবারক হোসেনকে পরাজিত করে।
উক্ত জুড়ো প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের অধীনে অংশ গ্রহন করছে ১৫টি ব্যাটালিয়ন। আগামী ১৬ ফেব্রুয়ারী চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।