দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিশুপার্ক রক্ষার দাবিতে উপশহর এলাকাবাসী শিশুপার্ক চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আজ সকাল ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল,এলাকার গুণীবৃক্তিত্ব ডা.নজিবর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভুমিদস্যুরা শিশুদের একমাত্র বিনোদন শিশুপার্কটি অবৈধ ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে।সরকারী সম্পর্তি শিশুপার্কটি রক্ষার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
প্রায় ৫বিঘা জমির উপর শিশুপার্কটি হাউজিং স্টেটেটের(সরকারী সম্পত্তি)। একটি মহল জাল দলিলের মাধ্যমে শিশুপার্কটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। শিশুপার্কটি ১৯৪১সাল থেকে এলাকার শিশুরা খেলা ধুলা করে আসছে।