পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে উপনির্বাচনে অংশ গ্রহনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় মহানগরের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করার লক্ষে দলীয় মনোনয়ন উত্তোলন করেন।
ঢাকায় আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার মনোনয়ন পত্র উত্তোলন কালে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ মোঃ ইউনুস আলী সরকার নির্বাচিত হন। তিনি গত বছর ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষনা করে সংসদ সচিবলায়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে আসনটি শূন্য ঘোষনা করে উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
গত ৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার গাইবান্ধা ৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর ) আসনে উপ নির্বাচনে তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন । ঘোষিত তফসিল অনুয়ায়ী এবছর মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ ফেব্রয়ারী, মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৩ ফেব্রয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ফেব্রয়ারী, প্রতীক বরাদ্দ ১ মার্চ, ভোট গ্রহণ ২১ মার্চ । আসনটির সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নসহ মোট ১৯ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর) জাতীয় সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৮৫৪ জন।