
হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে স্বামী-স্ত্রীকে ১ শত টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লার ইমরান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩২)।
আজ শনিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করে তাদেরকে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে আটককৃতদের ঘটনাস্থলেই মাদক সেবনের অভিযোগ এনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনাশ্রম ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
তিনি আরো জানান, সীমান্তবর্তী এই উপজেলাকে মাদক মুক্ত করতে এই অভিযান অব্যহত থাকবে।