খোঁজ খবর ডেস্কঃ থাইল্যান্ডের একটি শহরে এক সেনা সদস্যদের গুলিতে ১২ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একটি শপিংমলে অনেককে জিম্মি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানান, জাক্রাফ্যান থম্মা নামের একজন জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার বসের ওপর হামলা চালান। এরপর তিনি শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় আসা কয়েকটি পোস্টে বিপণীবিতানের কাছে গুলিবর্ষণের দৃশ্য প্রদর্শিত হয়েছে। একজন পুলিশ সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা তাকে নিরীহ মানুষের উপর গুলি ছুড়তে দেখেছি।