
পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা মোমিনুল ইসলাম(৪৭) ও পুত্র মাহিন(১০) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত মোমিনুল ইসলাম উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাহিন পলাশবাড়ী শহরের ইউনিক কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় মোমিনুল ইসলাম ছেলেকে নিয়ে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের বাড়ী হতে মোটরসাইকেল যোগে পলাশবাড়ী শহরে আসছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মুচির টেকানি নামকস্থানে পৌঁছিলে গাইবান্ধামুখী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা মমিনুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
পুত্র মাহিনকে আহতাবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহত পিতা মোমিনুল ইসলাম ও হাসপাতাল হতে মাহিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এখবর নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, নিহত পিতা পুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় ঘাতক যানবাহনটি সনাক্ত করা সম্ভব হয়নি।