ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ শিক্ষক এবং ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন নকলে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও কম্পিউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন পরীক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন ২ জন শিক্ষক ও ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।