রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

ন‌ওগাঁয় গৃহবধূকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার পঠিত
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০, ১:২০ অপরাহ্ন
নওগাঁ জেলা-যুগান্তর

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর নিয়ামতপুরে চাল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নারগিস বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্ত্রীর পক্ষ নেওয়ায় নিহতের স্বামী আলীম উদ্দিন (৪৫)কেও পিটিয়ে হাত ভেঙ্গে গুরুত্বর আহত করেছে নিয়ামতপুর উপজেলার সন্তোষপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে । আহত স্বামী নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) সকালে  এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ৬জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছে। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় কাউকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, গত শনিবার সকালে নারগিসের শাশুড়ীকে চাল দেয়াকে কেন্দ্র করে বউ শাশুড়ীর মধ্যে সামান্য ঝগড়া হয় । এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে শাশুড়ীর মেয়ে জামাই এবং অন্য ছেলেরা শাশুড়ীর পক্ষ নিয়ে তাকে ও তার স্বামীকে বেদম মারপিট করে। এতে নারগিস গুরুত্বর আহত এবং  স্বামীর ডান হাত ভেঙ্গে গুরুত্বর জখম হলে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় । নার্গিসের অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয় । রামেকে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস তার বাবাকে দেখার ইচ্ছা করেন । অসুস্থ অবস্থায় সোমবার সকালে বাড়ি নিয়ে আসার পথে মারা যান।
তিনি বলেন, নার্গিসের মৃতদেহ বাবার বাড়ি মান্দা উপজেলার গনেশপুর গ্রামে রয়েছে। পুলিশ সেখানে গিয়ে দেখে এসেছে। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার নওগাঁ মর্গে পাঠানো হবে। ঘটনার পর আসামিরা পলাতক রয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর