
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা ছেলে এবং জেলার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আরও তিনজনসহ মোট পাঁচ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুইজন এইচএসসি পরীক্ষার্থী ছিল ।
মা ছেলে নিহতঃ বগুড়ার কাহালু উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ট্রেনে কাটা থেকে বাঁচাতে গিয়ে ছেলের সাথে প্রাণ গেছে মা ফেলানী বেগমেরও। সোমবার দুপুরে কাহালু রেল স্টেশনের বটতলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার সাগাটিয়া এলাকার ফেলানী বেগম (৫২) স্টেশন এলাকায় খাবারের দোকান চালাতেন। মাদকাসক্ত ছেলে রাজবাবু (২৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। টাকার জন্য প্রায়ই মাকে ট্রেনে কেটে আত্মহত্যার হুমকি দিতেন। সোমবার দুপুরেও একই হুমকি দেয়ার এক পর্যায়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেন রাজ। এসময় বগুড়া স্টেশন থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশ করছিলো দেখতে পেয়ে মা ফেলানী ছেলেকে বাঁচাতে দোকান ছেড়ে রেললাইনে চলে যান। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে দুইজনেরই মৃত্যু হয়। পরে থানা পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেন। বিকেলে তাদের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
এরআগে সোমবার সকালে শিবগঞ্জের মোকামতলায় দুই মোটরসাইকেল আরোহী এবং শাজাহানপুর উপজেলার কামারপাড়ায় এক মোটরসাইকেল চালক প্রাণ হারান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের জিলানী জানান, সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার দেওয়ানা সাহাপুরের রফিকুলের ছেলে হানজেলা মহাস্থান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনিকে নিয়ে কলেজে যাচ্ছিলেন। মোকামতলা এলাকায় বেপরোয়া গতির কারণে তাদের বহনকারী মোটরসাইকেল পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা।
এছাড়া সকালে শাজাহানপুরের কামারপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রবিন নামের এক মোটরসাইকেল চালক।