বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইউএনও পুত্রের জন্মদিনে ব্যতিক্রমি আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৭ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধিঃ  শিশু পুত্রের প্রথম জন্মদিন উদযাপনে ব্যতিক্রমি আয়োজন করেছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ইউএনও মোঃ ওলিউজ্জামান।  ছেলেকে সঙ্গে করে একটি হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের সঙ্গে নিয়ে উদযাপন করেন একমাত্র ছেলের প্রথম জন্মবার্ষিকী। এসময় মাদ্রাসা পড়ুয়া ২১ জন ছাত্রকে নতুন কাপড় উপহার দেয়া হয় এবং সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। মাদ্রাসা ছাত্ররাও ইউএনও পুত্রের দীর্ঘায়ু কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।

সোমবার দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামে অবস্থিত হাজি আমজাদ হোসেন হাফিজিয়া মাদ্রাসায় এ ব্যতিক্রমি জন্মবার্ষিকী পালনের আয়োজন করা হয়। ইউএনও পুত্রের নাম ওমর ফারাজ (১) তার মায়ের নাম ডা. নিশাত জামান।

পারিবারিক সুত্রে জানা গেছে, ওমর ফারাজ (১) যেদিন জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে ঠিক সেদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার বাবা মোঃ ওলিউজ্জামানের পুঠিয়ায় বদলীর আদেশ হয়েছে। সে হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার বাবার পুঠিয়ায় যোগদানের ১ বছর পূর্ণ হয়েছে।

ছেলের জন্মদিনে ব্যতিক্রমি আয়োজনের ব্যপারে ইউএনও ওলিউজ্জামান বলেন, এটা ঠিক জন্মদিন উদযাপন না। এই পবিত্র বাচ্চাদের জন্য কিছু করার প্রয়াস। তা ছাড়া আমার ছেলেও বড় হয়ে দেখে জানবে এবং শিখবে সমাজের এই মানুষগুলোর জন্যও কিছু করতে হয়।

তিনি আরো বলেন, যাদের অনেক আছে তাদেরকে অনেক অনেক আয়োজন করে দাওয়াত দিলে কিংবা সম্মানিত করলে হয়ত সামাজিকতা বাড়ে তবে এদের জন্য কিছু করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর