রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে ৫ নারীসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৬:০৯ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে ৫ নারীসহ ৭জন আহত হয়েছেন। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে হঠাৎ করেই ৪-৫টি শিয়াল গ্রামের ভেতর প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের দল গ্রামবাসির ওপর আক্রমণ শুরু করে। যারা বাধা দেয়ার চেষ্টা করেছেন তারা সকলেই আক্রমণের শিকার হয়েছেন। ভয়ে গ্রামের লোকজন বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে শিয়ালের দলটি এলাকা ছেড়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের জহুরা বিবি বাড়ির উঠানে কাজ করছিল। এসময় শিয়ালের দলটি তাকে আক্রমণ করে। শিয়ালের আক্রমণ থেকে জহুরাকে বাঁচাতে অন্যরা এগিয়ে এলে তারাও আক্রমণের শিকার হন।

শিয়ালের আক্রমণে আহতরা হলেন, গোপালপুর গ্রামের মকবুল হোসেন (৫০), জহুরা বিবি (৭০), রফিজান বিবি (৪০), মঞ্জুরী বিবি (৩৮), ফিরোজা বিবি (৫৫) ও ভোলাম গ্রামের জাহান মৃধার স্ত্রী রোকেয়া বিবি (২৬)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, হঠাৎ করে একদল শিয়ালের আক্রমণে গ্রামবাসী দিশেহারা হয়ে পড়েন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর